ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি গঠন

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার | আপডেট: ০৭:১১ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার

নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বঙ্গভবন থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয় মন্ত্রীপরিষদ বিভাগে। সেখান থেকে সারসংক্ষেপ আকারে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এরপর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পরই জারি করা হবে প্রজ্ঞাপন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্র“য়ারি। তাই নতুন নির্বাচন কমিশন গঠনে গত ১৮ ডিসেম্বর থেকে আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসে বিভিন্ন প্রস্তাবনা। বঙ্গভবন থেকে সকালেই সার্চ কমিটি সংক্রান্ত চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগে। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটির সচিব হিসেবে আছেন বিচারপতি ওবায়দুল হাসান। অন্য সদস্যরা হলেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য শিরিন আখতার। সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠিটি মন্ত্রি পরিষদ বিভাগে পৌঁছানোর পর সারসংক্ষেপ আকারে তা পাঠিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা আবার রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর রাষ্ট্রপতি অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।