ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

ইরান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

মার্কিন ড্রোন

মার্কিন ড্রোন

ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন ড্রোন হামলায় ৬০ জন নিহত হয়েছেন। তালেবানের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। তবে হামলায় নিহতরা সবাই আফগান বেসামরিক নাগরিক।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে হেরাত প্রদেশে এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন উল্লেখ করে প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী সিন্দাবাদ জেলায় এ হামলা চালানো হয়েছে।

আফগান প্রশাসনের মতে, মার্কিন ড্রোন ব্যবহার করে ওই বিমান হামলা চালানো হয়।

তালেবান থেকে বিচ্ছিন্ন একটি অংশের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। অভিযানে মুল্লাহ নাঙ্গিয়ালা নামের ওই তালেবান কমান্ডারও নিহত হয়েছেন।

এদিকে, বেসামরিক হতাহতের ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আফগান সরকার। সূত্র: আল-জাজিরা

এনএস/