রাজধানীর হাতিরঝিলে মটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত
প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৪ এএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
রাজধানীর হাতিরঝিলে মটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এদিকে, আলু বাজারে জুতার কারখানায় আগুনে দগ্ধ হন ৩ শ্রমিক।
হাতিরঝিলে রাত ১২টার দিকে মটরসাইকেল দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল মামুন ইয়াং স্টার সিকিউরিটি কোম্পানী নামে একটি বেসরকারী নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধান। তার গ্রামের বাড়ি চাঁপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায়। এদিকে, রাত দুইটার দিকে রাজধানীর আলু বাজারের ছোট মসজিদ রোডে একটি জুতার কারখানায় আগুন লাগে। এ’সময় আগুনে দগ্ধ তিন শ্রমিকের দুইজনের অবস্থা আশংকাজনক। একজনের শরীরের ১০০ শতাংশ এবং অন্যজনের ৪২ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ অপর শ্রমিক জানায়, কাজ করার সময় দিয়াশলাই ধরালে কারখানায় আগুন ধরে যায়।