ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

মুজিববর্ষ উদযাপনে ঠাকুরগাঁওয়ে ক্ষণগণনা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

মুজিববর্ষ উদযাপনে শহরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দুপুর ২টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের পেশাজীবীদের আনুষ্ঠানিক পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ক্ষণগণনার কর্মসূচি শুরু হয়।
   
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবি, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানান শ্রেণির মানুষ পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
 
পরে জেলা পরিষদ মিলনাতন চত্বরে নির্মিত অস্থায়ী মঞ্চে বেলা তিনটা হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার জাতীয় কর্মসূচি বড় ডিজিটাল পর্দায় প্রদর্শন শুরু হয়। 

সেখানে বিকেল পাঁচটা বিশ মিনিটে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কর্তৃক একযোগে দেশব্যাপী মুজিববর্ষের ক্ষণগণনার শুভ  উদ্বোধনের সাথে সাথে ঠাকুরগাঁওয়ের জনবহুলস্থান পুরাতন বাসস্ট্যান্ডের গোল চত্বরে স্থাপিত ডিজিটাল ঘড়িতেও ক্ষণগণনা শুরু হয়। পরে বঙ্গবন্ধুর জীবনী ও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটোসহ আরো অনেকে বক্তব্য রাখেন। 

বক্তাগণ আজকের এই দিনে নব প্রত্যয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নেয়ার আহ্বান জানান। পরে সেখানে স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।   

কেআই/এসি