ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

‘প্রধানমন্ত্রী স্বর্ণ পদক’ পাচ্ছে রাবির ৯ শিক্ষার্থী

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৫২ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ১০:৫৭ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ সংক্রান্ত নীতিমালার আলোকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতী শিক্ষার্থী চূড়ান্ত তালিকায় স্থান পান।

এ তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯ শিক্ষার্থী। মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদভুক্ত আরবি বিভাগের আবু বকর ছিদ্দিক (সিজিপিএ ৩.৯১৬), আইন অনুষদভুক্ত আইন বিভাগের অরিন্দম বিশ্বাস (সিজিপিএ ৩.৫৫), সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের মিতু পারভীন (সিজিপিএ ৩.৯১৬), বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের সাম্মে আমেনা তাসমিয়ান (সিজিপিএ ৩.৯৫), জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সোহেল রানা (সিজিপিএ ৩.৮৭৮), ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ইশরাত জাহান (সিজিপিএ ৩.৯৬), প্রকৌশল অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহফুজুর রহমান (সিজিপিএ ৩.৯১৬), কৃষি অনুষদভুক্ত ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সাবিনা ইয়াসমিন (সিজিপিএ ৩.৯১৫) এবং এছাড়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে অধিভুক্ত মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সুব্রত ঘোষ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোতে সেরা সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে ইউজিসি।

এনএস/