ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

রাজশাহীকে সহজ লক্ষ্য দিল চট্টগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২০ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

প্লে-অফ নিশ্চিত হলেও শীর্ষস্থানে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর বিপক্ষে খুব একটা ভাল করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসাইনের স্পিন ঘুর্ণিতে মাত্র ১৫৫ রানেই গুটিয়েছে মাহমুদুল্লাহরা। 

শনিবার (১১ জানুয়ারি)  রাউন্ড রবিন লিগের শেষ দিনের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে ঝড়ের ইঙ্গিত দেন ব্যাটিং দানব খ্যাত ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। 

তবে আফিফের হাওয়ায় ভাসিয়ে খেলতে গিয়ে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন এ ক্যারিবিয়। ২১ বলে মাত্র ২৩ রান করে প্যাভিলিয়নের পথে হাটেন তিনি। 

তার বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন চট্টগ্রাম। কিন্তু আবু জায়েদ রাহী, অলক কাপালি, শোয়েব মালিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি চট্টগ্রামের ইনিংস। 

লড়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান অধিনায়ক মাহমুদুল্লাহ। ৩৩ বলে ৩ ছয় আর ২ চারে অপরাজিত ৪৮ রান করেন তিনি। ফলে রাজশাহীর সামনে ১৫৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। 

রাজশাহীর পক্ষে আবু জায়েদ রাহী, অলক কাপালি, শোয়েব মালিক, তাইজুল ইসলাম একটি করে উইকেট নেন। 

এর আগে দুই দলের প্রথম সাক্ষাতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল চট্টগ্রাম। ইমরুল কায়েসের ৪১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই রাজশাহীর করা ১৬৬ রান টপকে যায় সবার আগে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম।

এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৮ জয়ে সবার ওপরে অবস্থান করছে চট্টগ্রাম। সমান ম্যাচে ৭ জয় নিয়ে নেট রানরেটের তারতম্যের কারণে রাজশাহীর অবস্থান চতুর্থ।

দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স।

এআই/