ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

নৈতিক শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের প্রতি পরিবেশ মন্ত্রীর আহ্বান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

প্রকৃত মানুষ হতে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণের দিকে মনযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বড়লেখা রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এণ্ড কলেজের রজত জয়ন্তির দিনব্যাপী উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আত্মনির্ভরশীল জাতি গঠনে শিক্ষার্থীদের কারিগরি ও প্রযুক্তি শিক্ষা গ্রহণ করতে হবে।’

পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ। পরে ঢাকা থেকে আগত শিল্পী ছাড়াও স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীর পরিবেশনায় নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

এআই/