ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪৩৩টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। 

শনিবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক শিশুকে টিকা খাওয়ার মধ্যে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মো. শাহআলম। 

উদ্বোধনী অনুষ্ঠানে এন.এস আইয়ের উপ-পরিচালক আবু নায়হান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. এইচ মাহাবুব আলম, মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কমর্চারীগণ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, এ বছর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সহ জেলার ৯টি উপজেলায় পাঁচ লাখ আট হাজার ৯৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় সাড়ে চার লাখ এবং ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ৫০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে। 

এ সময় তিনি বলেন, জেলা সদরসহ নয় উপজেলায় মোট ২৪৩৩ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নির্ধারিত কেন্দ্র ছাড়াও রেলওয়ে স্টেশন, বাস, নৌ টার্মিনাল রয়েছে। এই টিকার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ক্যাপসুল খাওয়ানো নিয়ে যেন কোনো ধরণের প্রপাকান্ডা না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। 
কেআই/