ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আশুগঞ্জে দুই পক্ষ সংঘর্ষ পুলিশসহ আহত ৩০, আটক ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশা চালানো নিয়ে ফের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামের বারোঘইরা ও নজার বাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, শুক্রবার দুপুরে অটোরিকশা চালানো নিয়ে দুর্গাপুর গ্রামের বারোঘইরা বাড়ির ইমরানের সঙ্গে পার্শ্ববর্তী নজার বাড়ির সুমনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জের ধরে শনিবার দুপুরে ফের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। 

ওসি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নয়জনকে আটক করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে একই বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।

কেআই/আরকে