ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

মসজিদে গিয়ে ফোন হারালেন রেলমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার | আপডেট: ১২:০৪ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার

রেলমন্ত্রী নু‌রুল ইসলাম সুজ‌ন- ফাইল ছবি

রেলমন্ত্রী নু‌রুল ইসলাম সুজ‌ন- ফাইল ছবি

মসজিদের গিয়ে নিজের ব্যক্তিগত মুঠোফোন হারিয়ে থানা পুলিশের শরণাপন্ন হয়েছেন রেলমন্ত্রী নু‌রুল ইসলাম সুজ‌ন।

শনিবার রাতে মন্ত্রীর পক্ষ থেকে এক ব্যক্তি রমনা থানায় মুঠোফোন হারানোর বিষয়টি উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন বলে রমনা থানা পুলিশ নিশ্চিত করে। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাজধানীর বেইলি রোডের ‘টিপ টপ’ মসজিদে নামাজ আদায়ের পর থেকে মন্ত্রী তার ব্যবহৃত মুঠোফোনটি খুঁজে পাচ্ছেন না। তবে মুঠোফোনটি চুরি হয়েছে নাকি কোথাও হারিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এমএস/