ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৫ ১৪৩২

এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে পুরস্কার বিতরণী এবং অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

চট্টগ্রামে ঐতিহ্যবাহী এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া। অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক কসরৎ প্রদর্শন করে ছাত্রীরা। এ’সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টু, কলেজের অধ্যক্ষ আমিনা ফখরুন নেছাসহ অন্যরা। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।