ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

নির্বাচন কমিশন পুনর্গঠনে নিরপেক্ষতা বজায় রাখা হবে জানিয়েছেন চবি উপ-উপাচার্য

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

নির্বাচন কমিশন পুনর্গঠনে সুপারিশের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর শিরীন আখতার। তিনি বলেন, কি পদ্ধতিতে কাজ হবে তা নির্ধারিত হবে সার্চ কমিটির সভায়। সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করার আশ্বাস দেন ডক্টর শিরীন আখতার। এসময় তিনি কখনই কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন না বলেও জানান।