ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

সার্চ কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান জানিয়েছে প্রধান ২ রাজনৈতিক দল

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৫ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার

নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও বিএনপি। যশোরের কেশবপুরে মাইকেল মধুসুদন পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, যোগ্য ব্যক্তিদেরই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন রাষ্ট্রপতি। কমিটিতে রাজনৈতিক দলের কেউ নেই বলেও দাবী করেন তিনি। এদিকে রাজধানীর ভাষানী মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পাল্টা অভিযোগ করেন । বলেন, সার্চ কমিটির সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেই  নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়।