ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

যুদ্ধাপরাধ : আজ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কায়সারের আপিলের রায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫ এএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মুহম্মদ কায়সারের করা আপিলের রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। গত ৩ ডিসেম্বর আপিল আবেদনের ওপর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আপিল বিভাগের চূড়ান্ত রায়ে হবিগঞ্জের রাজাকার কমান্ডার সৈয়দ মুহম্মদ কায়সারের সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে কায়সারের আইনজীবীর আশা তিনি খালাস পাবেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হবিগঞ্জ মহকুমার রাজাকার কমান্ডার সৈয়দ মুহম্মদ কায়সারকে মৃত্যুদণ্ড দেন। পরে নিজেকে নির্দোষ দাবি করে ফাঁসির সাজা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন কায়সার।
এসএ/