ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪,   কার্তিক ৩০ ১৪৩১

আজ একুশের ‘মনের মত গান’-এ গাইবেন অংকন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ০২:২১ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

একুশে টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক নতুন অনুষ্ঠান ‘মনের মত গান’।

দিঠি আনোয়ারের উপস্থাপনায়  ঘন্টাব্যাপী এ অনুষ্ঠান দেখা যাবে আজ রাত ১০টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন।

এতে আজ প্রথম দিনের প্রথম পর্বে গাইবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনন্যা ইয়াসমিন অংকন। আজ তিনি এ অনুষ্ঠানটি সাজিয়েছেন রাধা রমন দত্তের গান দিয়ে। যেখানে তিনি মোট ৬টি গান গাইবেন।

এ বিষয়ে অংকন বলেন, ‘একুশে টেলিভিশন প্রতিবার সঙ্গীত বিষয়ক নতুন অনুষ্ঠানে আমাকে স্মরণ করে। এ জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বেশ কয়েকটি গান করেছি নতুন এ অনুষ্ঠানে। আশা রাখি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, সাংস্কৃতিক পরিমণ্ডলে অংকনের সঙ্গীত চর্চা ছোট বেলা থেকেই। লালন সঙ্গীতেই তার পদচারণা। ফরিদা পারভীনকে ভাবেন নিজের আইডল হিসেবে। প্রথম যে গানটি কণ্ঠে তোলেন সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’। ফোক গানে স্বাচ্ছন্দ্যবোধ করলেও অংকন পরবর্তীতে বিভিন্ন গীতিকবির গান কণ্ঠে তুলেছেন। এদের মধ্যে রয়েছে- শাহ্‌ আব্দুল করিম, রাধা রমন দত্ত, দূরবীন শাহ, ভবা পাগলা। এছাড়া মাইজভাণ্ডারী গানও তার খুব পছন্দের।

এসএ/