ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সিদ্ধান্ত দুবাইয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

এহসান মানি ও নাজমুল হাসান পাপন

এহসান মানি ও নাজমুল হাসান পাপন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সভায় অংশ নিতে এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি নাজমুল হাসান পাপন। স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র সভাপতি এহসান মানিও আছেন সেখানে। সূত্র বলছে, দুই বোর্ডের সভাপতিও বৈঠকে বসবেন সেখানে।

আর ওই বৈঠকেই পাকিস্তান-বাংলাদেশের আসন্ন সিরিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
 
যদিও সূচি অনুযায়ী, চলতি মাসের ২০ তারিখে পাকিস্তানের বিমান ধরার কথা বাংলাদেশ দলের। পাকিস্তান সফরে বাংলাদেশ দলের তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা। কিন্তু নিরাপত্তার বিষয়টি সামনে এনে এ মুহূর্তে পাকিস্তানে সপ্তাখানেকের বেশি থাকতে চায় না বাংলাদেশ।

সেক্ষেত্রে দুটি টেস্ট বাদ রেখে আপাতত তিনটি টি-টোয়েন্টি খেলে আসতে চায় বিসিবি। কিন্তু এই প্রস্তাব সরাসরি প্রত্যাখান করেছে পাকিস্তান। তাদের দাবি, দুটি সিরিজই একসঙ্গে খেলে আসতে হবে। 

এদিকে শোনা গেছে, পিসিবি তাদের দাবিতে অনড় থাকলে সফর বাতিলের মতো ঘোষণা দিতে পারে বাংলাদেশ। ঠিক এমন সময়েই দুবাইয়ে বৈঠকে বসছেন বিসিবি ও পিসিবির সর্বোচ্চ কর্মকর্তারা। ফল আশানুরূপ হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএস/