ফাইনাল নিশ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ১২:৫৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার
ইংলিশ লিগ কাপ ফুটবলের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরেও ফাইনাল নিশ্চিত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের।
প্রথম লেগে হালসিটির বিপক্ষে ২-০তে জয় পাওয়া ম্যানউই দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠলো রেড ডেভিলসরা। শীর্ষে উঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ মিনিটে হাল সিটির হয়ে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন টম হাডলস্টোন। ৬৬ মিনিটে রেড ডেভিলসদের হয়ে পগবা গোল করে দলকে সমতায় ফেরান। ৮৫ মিনিটে উমার নিয়াসিক গোল করলে ২-১ গোলে লিড নেয় হালসিটি। শেষ পর্যন্ত আর গোল না হলে জয় পায় হাল সিটি। এই জয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে গোলে তারা।