ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

আনসার কর্তৃক লাঞ্ছিত হয়েছেন জাতীয় দলের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল

প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:২২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার

বিমানবন্দরে আনসার কর্তৃক লাঞ্ছিত হয়েছেন জাতীয় দলের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। শুক্রবার সকালে নিজের ফেসবুকের পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন। তিনি লিখেন “আজ খুব লাঞ্ছিত হয়েটি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবধার করেছে”। শুক্রবার সকালে ঢাকা থেকে নিজের গ্রামের বাড়ি কক্সবাজারে যাওয়ার পথে বিমানবন্দরে অনাকাক্সিক্ষত এ ঘটনাটি ঘটে। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুযোগ পাননি মুমিনুল। প্রথম টেস্ট দুই ইনিংস মিলিয়ে ৮৭ রান করেন তিনি।