মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ কর আরোপের পরিকল্পনা ট্রাম্প
প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:২৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার
সীমান্তে দেয়াল নির্মাণে এবার মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২০ শতাংশ কর আরোপের পরিকল্পনা করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সেন স্পাইসার এ কথা জানান। তিনি বলেন, এরইমধ্যে এ প্রস্তাবটি নিয়ে কংগ্রেসে রিপাবলিকান সমর্থকদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন ট্রাম্প। মেক্সিকোর পণ্য আমদানির ওপর কর আরোপ করা হলে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার সংগ্রহ করা যাবে, যা দেয়াল নির্মাণের জন্য যথেষ্ট বলে উল্লেখ করেন তিনি। প্রাথমিকভাবে দেয়াল নির্মাণে কমপক্ষে ৮ থেকে ২০ বিলিয়ন ডলার খরচ হবে ধারণা করা হচ্ছে। এদিকে সীমান্তে দেয়াল নির্মাণের ওপর ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর ওয়াশিংটন সফর বাতিল করেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো।