ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বেতারের প্রথম নারী মহাপরিচালক হোসনে আরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

বাংলাদেশ বেতারের প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন হোসনে আরা তালুকদার। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

বুধবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেতারের মহাপরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি উপমহাপরিচালক (বার্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, হোসনে আরা তালুকদার ১৯৬২ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বিসিএস ক্যাডার হন।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ বেতারে যোগ দেন। চাকুরি জীবনে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ ও সরকারি গুরুত্বপূর্ণ কাজে তিনি ইতালি, তুরস্ক, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও চীন ভ্রমণ করেছেন।