ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

রাজশাহীতে মারামারি থামাতে গিয়ে কর্মকর্তা নিহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

রাজশাহীতে দুই কর্মচারীর মারামারি থামাতে গিয়ে অলিম্পিয়া কোম্পানীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নগরের মতিহার থানার ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কৌশিক প্রামাণিক মিঠু (৫৫)। 

নিহতের বাড়ি নগরের বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায়। মিঠু মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু’র বড় ভাই।

মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, বুধবার রাতে অলিম্পিয়া কোম্পানীর মালামাল সরবরাহকারী সজিবুলের সঙ্গে কোম্পানীর গাড়ি চালক রাহুলের মারামারির ঘটনা ঘটে। আজ দুপুরে রাহুল নগরের ধরমপুর এলাকায় কোম্পানীর মালামাল সরবরাহ করতে গেলে সজিবুল তাঁকে মারধর করে। এই খবর পেয়ে কৌশিক প্রামাণিক মিঠু সেখানে গেলে সজিবুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ সময় সজিবুল তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করার কিছুক্ষণ পরেই মিঠু মারা যান। 

ওসি মাসুদ পারভেজ আরও জানান, মিঠুর শরীরে কোন আঘাতের চিহ্ন নেয়। তবে কান দিয়ে রক্ত বের হওয়ার দাগ রয়েছে। এ ঘটনার পর সজিবুল এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এএইচ/