ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

শুরু হলো আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতা

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার

শুরু হলো ইসলামিক সলিডিটারি আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। প্রতিযোগিতা শেষ হবে ৩০ জানুয়ারি। ১৭ দেশের ৬৮ জন আর্চার রিকার্ভ এবং কম্পাউন্ডে ৯টি স্বর্ণের জন্য লড়ছে। প্রতিযোগিতা থেকে ৫ থেকে ৬টি স্বর্ণ পাওয়ার আশা করছে বাংলাদেশ। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও সেরে নেবেন বাংলাদেশি আর্চাররা।