ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সিটি ভোট

আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবে মেনে নেব: ইসি সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০২ এএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর- ফাইল ছবি

নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর- ফাইল ছবি

নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর বলেছেন, ‘পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনে আপিল বিভাগে করা আবেদনের পেরিপ্রেক্ষিতে যে রায় আসবে কমিশন তা মেনে নেবে।’ 

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনে আপিল বিভাগে আবেদন করা হয়। 

তিনি বলেন, ‘সব সময় আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে। যেকোনো আইনের ব্যাখ্যা বা প্রশাসনিক কোনো কাজের সিদ্ধান্ত নেয়ার পরে সেটাকে পরিবর্তন করে দেয়ার ক্ষমতা আদালতের আছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বোচ্চ আদালত। সেখান থেকে যদি অন্য কোনো সিদ্ধান্ত আসে, সেটা অবশ্যই কমিশনের মেনে নিতে হবে।’

এদিকে ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট সামনে রেখে প্রার্থীরা প্রচারও চালিয়ে যাচ্ছেন। তবে ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোটের তারিখ পরিবর্তনের জন্য হাইকোর্টে রিট আবেদন করেছিলেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ গত মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিলে বৃহস্পতিবার বিষয়টির জন্য আপিল বিভাগে আবেদন করেন অশোক। 

সচিব মো. আলমগীর বলেন, ‘আমরা আশা করব হাইকোর্ট যে সকল যুক্তিতর্কের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছিল, সুপ্রিম কোর্টেও যারা শুনানি দেবেন তারা নিশ্চয়ই যুক্তি শুনবেন, তারপরও তারা যে সিদ্ধান্ত দেবেন সেটাই কমিশনকে সব সময় মেনে নিতে হবে।’

এমএস/এসি