ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

‘সঞ্চারী নৃত্যকলা একাডেমি’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০৩ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন ‘সঞ্চারী নৃত্যকলা একাডেমি’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জায়া বেগম মুশতারী সফি। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক স্বপন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন, চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ। পরে একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।