ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বাস সার্ভিসের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৬:২১ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

সমাজ হিতৈষী কর্মবীর প্রয়াত ডা. এম এম আমজাদ হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত অলাভজনক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে সুবিধার্থে ৩টি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা আনুষ্ঠানিক ভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এম এ রশিদ খান উপস্থিত ছিলেন। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রতিষ্ঠানে অনার্স, মাস্টার্স সহ ১৪টি বিষয়ে বর্তমানে ১৪শ এর মত ছাত্র-ছাত্রী অধ্যায়নরত। 

এদের অধিকাংশ ছাত্র-ছাত্রী পাবনা ও সিরাজগঞ্জের। এতো দিন এসব শিক্ষার্থী নানা দুর্ভোগ নিয়ে যাতায়াত করলেও পাবনার বেড়া, সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া থেকে এই বাস সার্ভিস তাদের বিশ্ববিদ্যালয়ে যাত্রায় সহায়ক ভুমিকা পালন করবে বলে ভিসি প্রফেসর ড. হোসেন রেজা জানিয়েছেন। 

আরকে//