ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

নাফ নদীতে নেই সীমান্ত চিহ্নিতকরণ বয়া (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ১২:০৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

নাফ নদীতে নেই সীমান্ত চিহ্নিতকরণ বয়া- একুশে টেলিভিশন

নাফ নদীতে নেই সীমান্ত চিহ্নিতকরণ বয়া- একুশে টেলিভিশন

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জলসীমা চিহ্নিতকরণের জন্য নেই কোন বয়া। এতে কক্সবাজার থেকে সেন্টমার্টিন পর্যন্ত সাগরে সীমানা নিয়ে বিভ্রাটে পড়ছেন জেলেরা। মাছ ধরার সময় ভুল করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলেই ঘটে বিপত্তি। আটক হতে হয় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী হাতে। আটক আতংকের মধ্যেই মাছ শিকারে সাগরে নৌকা ভাসান স্থানীয় জেলেরা।
 
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দাদের বেশীরভাগই সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। সাগরে সীমানা প্রাচীর না থাকায় বেশি বিড়ম্বনায় পড়েছেন তারা। সম্প্রতি ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জল সীমানায় ঢুকে পড়ায় মাছ ধরার ট্রলারসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করে মিয়ানমার নৌবাহিনী। পরে বাংলাদেশ কোষ্টগার্ডের চেষ্টায় আটক জেলেদের ফেরত পাঠায় মিয়ানমার। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আহমেদ বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার জলসীমা চিহ্নিত করে কোন বয়া না থাকায় আতংক নিয়ে সাগরে যান জেলেরা।’

কোস্টগার্ড কর্মকর্তা ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ বলেন, ‘অধিকাংশ জেলেই জানে না কোনটি কোন দেশের জলসীমা, ফলে প্রতিনিয়ত বিপদে পড়েন জেলেরা।’

এমএস/