ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

একই কড়াইয়ে ১,৯৯৫ কেজি খিচুড়ি, বিশ্বরেকর্ড!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

খিচুড়ির বিশ্বরেকর্ড

খিচুড়ির বিশ্বরেকর্ড

এক কড়াইয়েই এক হাজার ৯ শ ৯৫ কেজি খিচুড়ি রান্না করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছে ভারতের উত্তরাঞ্চল্লের হিমাচল পর্যটন বিভাগ। মকর সংক্রান্তি উপলক্ষ্যে গত ১৪ জানুয়ারি তারা এই আয়োজনটি করে। প্রায় ৫ ঘন্টার প্রচেষ্টায় খিচুড়ি রান্নার কাজটি সম্পন্ন হয়।

এ খিচুড়িযজ্ঞ রান্না করতে ৪০৫ কেজি চাল, ১৯০ কেজি ডাল, ৫৫ কেজি মশলা, ১ হাজার ১ শত লিটার পানির প্রয়োজন হয়েছে। কাজটি সম্পন্ন করেছেন পঁচিশ জন রাধুনীর একটি দল।

রাধুনী দলের প্রধান নন্দ লাল শর্মা জানান, এর মধ্যদিয়ে আগের রেকর্ডটি ভেঙ্গে তিনি বেশ খুশি। গিনেস বুকে আগের রেকর্ডটিতে একটি পাত্রে একসাথে ৯১৮.৮ কেজি খিচুড়ি রান্না করা হয়েছিলো।

বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর পর্যবেক্ষক ঋষি নাথ জানান, একটি পাত্রে একসঙ্গে এক হাজার ৯ শ ৯৫ কেজি খিচুড়ি রান্না করে ইতিহাস করেছে হিমাচল পর্যটন বিভাগ। এটি একটি নতুন রেকর্ড।

এ বিষয়ে হিমাচল পর্যটন বিভাগের পরিচালক ইউনুস জানান, খিচুড়ি রান্না করা হয় বড় একটি পাত্রে। এটা আনা হয়েছিল হরিয়ানার জগ্রাদি এলাকা থেকে। পাত্রটির ব্যাস ৭ ফুট এবং উচ্চতা ৫.৫ ফুট। তবে, পাত্রটিতে এতো বিশাল পরিমাণে খিচুড়ি রান্না করতে কোনও সমস্যাই হয়নি বলেও জানান তিনি।

এনএস/