ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

সরকারি চাকরীতে শূন্য পদ ৩ লাখের অধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

জাতীয় সংসদ

জাতীয় সংসদ

বর্তমানে সরকারের বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত হিসেবে আছেন ১৭৭ জন। এছাড়া বিভিন্ন স্তরের ২৯০ জন কর্মকর্তা আছেন ওএসডি'তে (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে)। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদ রয়েছে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি।

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এসময় নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন।

তবে বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ শূন্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারি এসব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলমান উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ৩৭তম ও ৩৯তম বিসিএস-এর মাধ্যমে গত বছর ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ৪০তম বিসিএস-এর মাধ্যমে ১ হাজার ৯১৯ জনকে ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া চলমান। গত বছর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টি করা হয়েছে। এ সময় ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দেয়া হয়েছে।

ফরহাদ হোসেন আরও জানান, বর্তমানে ক্যাডার পদে ৬ হাজার ৫৫ জন কর্মকর্তা কর্মরত আছেন। এর মধ্যে সিনিয়র সচিব পদে ১০ জন, সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৫৭ জন, যুগ্ম সচিব পদে ৬৫৮ জন, উপসচিব পদে ১ হাজার ৬৯৩ জন, সিনিয়র সহকারী সচিব পদে ১ হাজার ৫২২ জন এবং সহকারী সচিব পদে ১ হাজার ৫৫৮ জন।

এনএস/