ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

বার্ডি কাউন্টির সাথে ড্র করেছে লিস্টার সিটি

প্রকাশিত : ১০:১১ এএম, ২৮ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১০:১১ এএম, ২৮ জানুয়ারি ২০১৭ শনিবার

এফএ কাপ ফুটবলে বার্ডি কাউন্টির সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলো লিস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে প্রথমেই এগিয়ে যায় লিস্টার। ৮ মিনিটে ডার্বি কাউন্টির ফরোয়ার্ড ড্যারেন বেন্টের আত্তঘাতি গোলে ১-০তে লিড পায় তারা। ২১ মিনিটে দলের হয়ে গোল করে দলকে সমতায়ও ফিরান ড্যারেন বেন্ট। ৪০ মিনিটে ডার্বি কাউন্টির ক্রেগ ব্রেসন গোল করলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে লিস্টার সিটি। আর ৮৬ মিনিটে লিস্টার সিটির হয়ে সমতায় ফিরানোর গোলটি করেন ডিফেন্ডার ওয়েস মরগান।