ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের হনুলুলুতে ২ পুলিশকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২০ জানুয়ারি ২০২০ সোমবার

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে এক ব্যক্তির গুলিতে ২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে ডায়মন্ড হেড এলাকায় এ ঘটনা ঘটে। খবর সিএনএন, দ্যা গার্ডিয়ান, দ্য নিউ ইয়র্ক টাইমস’র। 

হনুলুলু পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য হিবিস্কাস ড্রাইভ অঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাকারীর নাম জেরি হ্যানেল (৬৯)। রোববার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এরপরেই সে যে বাড়িতে থাকত সেখানে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের বেশ কিছু বাড়ি-ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছেন।

হাওয়াই নিউজ নাউ’র ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে। হনুলুলুর মেয়র ও রাজ্যের গভর্নর দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি অন্তত ২০ টি গুলির শব্দ শুনেছেন।

এমএস/