ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

৫ জন করে নাম চেয়েছে সার্চ কমিটি

প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:২৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭ শনিবার

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে, সংলাপে অংশ নেওয়া ৩১ রাজনৈতিক দলের কাছে, ৫ জন করে নাম চেয়েছে সার্চ কমিটি। ৩১ শে জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম জমা দিতে হবে। সকালে সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এছাড়া, ১২ জন বিশিষ্ট নাগরিকের মতামত নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পর গেল বুধবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রথম বৈঠকে যোগ দেন কমিটির সদস্যরা। কর্মপদ্ধতি নির্ধারণে প্রথম এই বৈঠক চলে, প্রায় পৌনে দুই ঘন্টা। আলোচনা, আশানুরুপ হয়েছে বলে জানান কমিটির সদস্যরা। রাষ্ট্রপতির সাথে, সংলাপে অংশ নেওয়া ৩১ রাজনৈতিক দলের কাছ থেকে পাঁচটি করে নাম প্রস্তাব চাওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন, মন্ত্রিপরিষদ সচিব। তাছাড়া, সার্চ কমিটি দেশের বিশিষ্ট নাগরিকের মতামতও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তালিকায় আছেন, বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ। মতামত নেয়া হবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ সাখাওয়াত হোসেন ও ছহুল হোসাইন এর। তালিকায় আরো আছেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ, সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা। বিশিষ্ট নাগরিকদের সাথে সোমবার, বিকেলে, সুপ্রিম কোর্টর জজেস লাউঞ্জে সংলাপের দিন ঠিক করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।