ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

রাবিতে র‌্যাগিংয়ের প্রমাণ পেলেই ছাত্রত্ব বাতিল

রাবি সংবাদদাতা 

প্রকাশিত : ১১:২৭ এএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবিতে) শিক্ষার পরিবেশ বিঘ্নিত ও নবীন শিক্ষার্থীদের মানসিক সমস্যা সৃষ্টি না করতে সব ধরনের র‌্যাগিং থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে বলা হয়েছে।

নিষেধ অমান্য করে কেউ র‌্যাগিং করলে কিংবা কারো বিরুদ্ধে উদ্বুদ্ধকরণের প্রমাণ পেলে তার ছাত্রত্ব বাতিল করা হবে। 

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিভাগের সভাপতির অনুমতি ছাড়া নবীনদের সাথে অন্য বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় করা যাবে না। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যাতে এ ধরনের পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্য র‌্যাগিং বন্ধে ক্যাম্পাসের সব স্থানে মাইকিং করে সচেতন করা হয়েছে।

এআই/