ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

তাবিথের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ০১:১৩ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির  প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তাবিথ আউয়াল কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। 

আজ মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে ওই এলাকায় গণসংযোগ করছিলেন  বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। এসময় পেছন থেকে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কে বা কারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের টুকরো তাবিথের শরীরেও এসে পড়ে।  এসময় আহত হন কয়েকজন প্রচারকর্মী। 

এ সময় হামলাকারীদের সঙ্গে তাবিথের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। ঘটনার পর সেখানে পুলিশ আসে। তারা দুই পক্ষের মধ্যে দাঁড়িয়ে থেকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা চালায়।

তবে হামলার পরেও গণসংযোগ অব্যাহত রেখেছেন তাবিথ আউয়াল।