ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

গোলক ধাঁ ধাঁ

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

কত পরিচিত মানুষ, কত পরিচিত মুখ

ঘন কুয়াশার মতো আবৃত করে দৃষ্টিকে

অথচ আবছা আঁধারে দেখি

কত অপরিচিত মানুষ, কত অপরিচিত মানুষের মুখ।

হাজারো স্মৃতি প্লাবনের মতো বয়ে চলে

সময়-অসময়ে-সময়ের ব্যবধানে।

সময় বড় নিষ্ঠুর!

না জানি সবাই কেমন আছে!

মাঝেমধ্যে খবর আসে

খবরের ভেতর খারাপ খবর থাকে

সে চলে গেল না ফেরার দেশে।

পরিচিত মুখগুলো ভেসে থাকে ছবির মতন

চোখদুটো ভরে ওঠে অনিল অশ্রুধারায়

একচোখে কোটি চোখ কামনা করি

কোটি চোখে দেখতে চাই পরিচিত জন

কত আনন্দ-কোলাহল

কত উল্লাস-আস্ফলন

কত বেদনা-দুঃখ

কত উৎসব-হৈ হুল্লুড়

কত বেদনার ভার

সব কি মিথ্যা, সব কি মরীচিকা

সব কি ক্ষণস্থায়ী, সবে কি মায়াবী ?

শাশ্বত সত্য, সত্য অনিবার্য-সত্য চিরন্তন

রহস্যের ঐশর্যে পরিপূর্ণ এই পৃথিবী

ছেড়ে যেতে হবে এই পৃথিবী। পৃথিবী অতি মায়াময়।

কেন পৃথিবী এত মায়াবী-প্রেমময় !

ছেড়ে যেতে হবে ওই সুদূর-মহাসুদূরে

এ কেমন বিচার বিধাতার ?

অতি আপন, অতি প্রিয়জন হৃদয়ে

থাকুক চিরকাল, চেনা মানুষগুলো

থাকুক আপন হয়ে মহাকাল

থাকুক নিজের হৃদয়জুড়ে অনন্তকাল।গোলক ধাঁ ধাঁ

শাহাজাদা বসুনিয়া

কত পরিচিত মানুষ, কত পরিচিত মুখ

ঘন কুয়াশার মতো আবৃত করে দৃষ্টিকে

অথচ আবছা আঁধারে দেখি

কত অপরিচিত মানুষ, কত অপরিচিত মানুষের মুখ।

হাজারো স্মৃতি প্লাবনের মতো বয়ে চলে

সময়-অসময়ে-সময়ের ব্যবধানে।

সময় বড় নিষ্ঠুর!

না জানি সবাই কেমন আছে!

মাঝেমধ্যে খবর আসে

খবরের ভেতর খারাপ খবর থাকে

সে চলে গেল না ফেরার দেশে।

পরিচিত মুখগুলো ভেসে থাকে ছবির মতন

চোখদুটো ভরে ওঠে অনিল অশ্রুধারায়

একচোখে কোটি চোখ কামনা করি

কোটি চোখে দেখতে চাই পরিচিত জন

কত আনন্দ-কোলাহল

কত উল্লাস-আস্ফলন

কত বেদনা-দুঃখ

কত উৎসব-হৈ হুল্লুড়

কত বেদনার ভার

সব কি মিথ্যা, সব কি মরীচিকা

সব কি ক্ষণস্থায়ী, সবে কি মায়াবী ?

শাশ্বত সত্য, সত্য অনিবার্য-সত্য চিরন্তন

রহস্যের ঐশর্যে পরিপূর্ণ এই পৃথিবী

ছেড়ে যেতে হবে এই পৃথিবী। পৃথিবী অতি মায়াময়।

কেন পৃথিবী এত মায়াবী-প্রেমময় !

ছেড়ে যেতে হবে ওই সুদূর-মহাসুদূরে

এ কেমন বিচার বিধাতার ?

অতি আপন, অতি প্রিয়জন হৃদয়ে

থাকুক চিরকাল, চেনা মানুষগুলো

থাকুক আপন হয়ে মহাকাল

থাকুক নিজের হৃদয়জুড়ে অনন্তকাল।গোলক ধাঁ ধাঁ

শাহাজাদা বসুনিয়া

কত পরিচিত মানুষ, কত পরিচিত মুখ

ঘন কুয়াশার মতো আবৃত করে দৃষ্টিকে

অথচ আবছা আঁধারে দেখি

কত অপরিচিত মানুষ, কত অপরিচিত মানুষের মুখ।

হাজারো স্মৃতি প্লাবনের মতো বয়ে চলে

সময়-অসময়ে-সময়ের ব্যবধানে।

সময় বড় নিষ্ঠুর!

না জানি সবাই কেমন আছে!

মাঝেমধ্যে খবর আসে

খবরের ভেতর খারাপ খবর থাকে

সে চলে গেল না ফেরার দেশে।

পরিচিত মুখগুলো ভেসে থাকে ছবির মতন

চোখদুটো ভরে ওঠে অনিল অশ্রুধারায়

একচোখে কোটি চোখ কামনা করি

কোটি চোখে দেখতে চাই পরিচিত জন

কত আনন্দ-কোলাহল

কত উল্লাস-আস্ফলন

কত বেদনা-দুঃখ

কত উৎসব-হৈ হুল্লুড়

কত বেদনার ভার

সব কি মিথ্যা, সব কি মরীচিকা

সব কি ক্ষণস্থায়ী, সবে কি মায়াবী ?

শাশ্বত সত্য, সত্য অনিবার্য-সত্য চিরন্তন

রহস্যের ঐশর্যে পরিপূর্ণ এই পৃথিবী

ছেড়ে যেতে হবে এই পৃথিবী। পৃথিবী অতি মায়াময়।

কেন পৃথিবী এত মায়াবী-প্রেমময় !

ছেড়ে যেতে হবে ওই সুদূর-মহাসুদূরে

এ কেমন বিচার বিধাতার ?

অতি আপন, অতি প্রিয়জন হৃদয়ে

থাকুক চিরকাল, চেনা মানুষগুলো

থাকুক আপন হয়ে মহাকাল

থাকুক নিজের হৃদয়জুড়ে অনন্তকাল।গোলক ধাঁ ধাঁ

শাহাজাদা বসুনিয়া

কত পরিচিত মানুষ, কত পরিচিত মুখ

ঘন কুয়াশার মতো আবৃত করে দৃষ্টিকে

অথচ আবছা আঁধারে দেখি

কত অপরিচিত মানুষ, কত অপরিচিত মানুষের মুখ।

হাজারো স্মৃতি প্লাবনের মতো বয়ে চলে

সময়-অসময়ে-সময়ের ব্যবধানে।

সময় বড় নিষ্ঠুর!

না জানি সবাই কেমন আছে!

মাঝেমধ্যে খবর আসে

খবরের ভেতর খারাপ খবর থাকে

সে চলে গেল না ফেরার দেশে।

পরিচিত মুখগুলো ভেসে থাকে ছবির মতন

চোখদুটো ভরে ওঠে অনিল অশ্রুধারায়

একচোখে কোটি চোখ কামনা করি

কোটি চোখে দেখতে চাই পরিচিত জন

কত আনন্দ-কোলাহল

কত উল্লাস-আস্ফলন

কত বেদনা-দুঃখ

কত উৎসব-হৈ হুল্লুড়

কত বেদনার ভার

সব কি মিথ্যা, সব কি মরীচিকা

সব কি ক্ষণস্থায়ী, সবে কি মায়াবী ?

শাশ্বত সত্য, সত্য অনিবার্য-সত্য চিরন্তন

রহস্যের ঐশর্যে পরিপূর্ণ এই পৃথিবী

ছেড়ে যেতে হবে এই পৃথিবী। পৃথিবী অতি মায়াময়।

কেন পৃথিবী এত মায়াবী-প্রেমময় !

ছেড়ে যেতে হবে ওই সুদূর-মহাসুদূরে

এ কেমন বিচার বিধাতার ?

অতি আপন, অতি প্রিয়জন হৃদয়ে

থাকুক চিরকাল, চেনা মানুষগুলো

থাকুক আপন হয়ে মহাকাল

থাকুক নিজের হৃদয়জুড়ে অনন্তকাল