ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ: আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ১০ জন আহত হয়েছে। ঝালকাঠি শহরতলীর কৃষ্ণকাঠি এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে গুরুতর আহত হয়েছেন বাস চালক জামাল হোসেন ও ট্রলি চালক রাশেদ। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঝালকাঠি আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহ মহান নামের (ঢাকা মেট্রো-ব ১১-১৫৩২) বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীত থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়। 

এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচরে যায়। এতে বাস ড্রাইভার জামাল ও ট্রলি ড্রাইভার রাশেদ গুরুতর আহত হয়। বাসের ৮/১০ জন যাত্রী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেয়। তবে বাস ও ট্রলির চালককে ঝালকাঠি সদর হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কেআই/এসি