ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

আজ শুরু বিজিএমইএ ভবন ভাঙার কাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭ এএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার

আজ বুধবার রাজধানীর হাতিরঝিলের বহুল আলোচিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভবনটি ভাঙার কাজ শুরু করবেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজই শেষ পর্যন্ত ভবনটি ভাঙার কাজ করছে। সর্বোচ্চ দরদাতা মেসার্স সালাম অ্যান্ড ব্রাদার্সের অপারগতায় এই প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়।

জলাধার আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ আদালত ১৫ তলা বিশিষ্ট বিজিএমইএ ভবন ভাঙার আদেশ দেওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত এপ্রিলে ভবনটি ভাঙা এবং ভবনের ব্যবহারযোগ্য মালপত্র কিনতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করে।

এর আগে বিজিএমইএ ভবনকে হাতিরঝিল প্রকল্পের ‘ক্যান্সার’ আখ্যায়িত করে হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে তা ভেঙে ফেলার নির্দেশ দেন। আপিলে নিজেদের পক্ষে রায় না পাওয়ার পর ভবনটির মূল মালিক তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ তিন দফা সময় প্রার্থনা করে।

গত ১২ এপ্রিল আদালতের দেওয়া সর্বশেষ সময়সীমা শেষ হয়।
এসএ/