ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার

চুয়াডাঙ্গার জীবননগরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার হাসাদহ খাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সুটিয়া গ্রামের মৃধাপাড়ার মৃত সাজেদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জালাল উদ্দিন বাইসাইকেলযোগে মাঠে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি বাইসাইকেল থেকে পিচ রাস্তায় উপর পড়ে মারাত্মক জখম হন। পথচারীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পার্থ সারথী পাল বলেন, সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দিনের মাথায় আঘাত লাগার ফলে তার কান এবং নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।