লাভজনক সরিষা চাষ
প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ১২:১৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার
অল্প সময়ে অধিক ফলন পাওয়ায় সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। ফলে সরিষার চাষ যেমন বাড়ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে দুই ফসলী জমি থেকে তিন ফসলী জমির আয়তন। সংশ্লিষ্টরা বলছেন সরিষার চাষের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, যা বোরো আবাদে সার হিসেবে কাজ করে।
লাভজনক ফসল হিসেবে সরিষার কদর বেড়েছে কৃষকের কাছে। সাতক্ষীরায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা চাষ হয়েছে দেড় হাজার হেক্টরের বেশী জমিতে।
চলতি বছর সাতক্ষীরায় দুই ফসলী জমি থেকে তিন ফসলী জমিতে রুপান্তরিত হওয়া ৮ হাজার ৯ শ’ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।
এতে কমপক্ষে ২ হাজার মেট্রিক টন উৎপাদন বেশী হবে। এছাড়া স্বল্প সময়ে সরিষা চাষে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
অপরদিকে কম সময় ও কম খরচে অধিক ফলন পাওয়ায় সরিষা চাষ বেড়েছে ফেনীতে।
আমন ফসল ঘরে ওঠার পর এভাবেই সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা পড়েছে বিস্তীর্ণ মাঠ।
চলতি বছর জেলায় প্রায় ৫ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
দ্রুত পরাগায়ন ও অধিক ফলন পেতে সরিষা ক্ষেতে মৌ-চাষের সহায়তা চান এ্ অঞ্চলের কৃষক।