ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

সরকারীভাবে বেতন-ভাতা প্রদানের দাবি

প্রকাশিত : ০৫:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৫:০২ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার

সরকারীভাবে বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ নন-এমপিও নিম্ম মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা ফোরাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা বলেন, নন এমপিও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়গুলো সরকারি সকল প্রকার নিয়ম মেনে গত ১৬ বছর বিনা বেতনে শিক্ষার সব কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু সরকার তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই অবস্থায় তাদেরকে এমপিও ভুক্ত করে নিয়মিত বেতন প্রদানের দাবি জানান তারা। পাশাপাশি চাকুরীতে যোগদানের সময় থেকে শিক্ষকদের বয়স গণনারও দাবি জানান শিক্ষকরা।