ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

দূর্নীতির কারনে ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি বাঁধাগ্রস্থ হচ্ছে

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৪:২৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার

দূর্নীতির কারনে ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি বাঁধাগ্রস্থ হচ্ছে। শুধু ক্ষমতার অপব্যবহারই নয় নীতির বাইরে যেসব কাজ হচ্ছে তাই দূর্নীতি। এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রবিবার রাজধানীর নর্থ সাউথ ইউনির্ভাসিটিতে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের জেলখানার প্রায় ৩০ শতাংশ আসামী মাদক মামলায় অভিযুক্ত। প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতি করলে এর প্রভাব নিজের উপরই পড়বে। দূর্নীতির ও মাদকের বিরুদ্ধে তরুদের এগিয়ে আসতে হবে।