ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেলেন ১০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৭:২২ পিএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

লোগো

লোগো

সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯ পেলেন দেশের ১০ জন খ্যাতিমান সাহিত্যিক। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। 

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ওয়াসি আহমেদ (কথা সাহিত্য), মাকিদ হায়দার (কবিতা), স্বরোচিষ সরকার (প্রবন্ধ), খায়রুল আলম সবুজ (অনুবাদ), ফারুক মঈনউদ্দীন (আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী), রতন সিদ্দিকী (নাটক), নাদিরা মজুমদার (বিজ্ঞান/কল্পবিজ্ঞান), রহীম শাহ (শিশুসাহিত্য), সাইমন জাকারিয়া (ফোকলোর) এবং রফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা)।

আগামী ২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দশ জন সাহিত্যিকের হাতে পুরস্কার তুলে দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পুরস্কার হিসেবে তারা ৩ লাখ টাকা, সনদপত্র ও ক্রেস্ট পাবেন বলেও উল্লেখ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি, কেএম মুজাহিদুল ইসলাম, জালাল আহমেদ, মোহাম্মদ মিজানুর রহমান, সংস্কৃতি উপবিভাগের উপপরিচালক নূরুন্নাহার খানম, জনসংযোগ বিভাগের কর্মকর্তা কবি পিয়াস মজিদ প্রমুখ।

এনএস/