সার্চ কমিটির কাছে নাম দেয়া হবে কি-না, বৈঠক বিএনপির
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার | আপডেট: ০৫:০৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৭ রবিবার
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম দেয়া হবে কি-না, সিদ্ধান্ত নিতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এমনটাই জানালেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলেও একতরফা সার্চ কমিটি গঠন করা হয়েছে। এমন পরিস্থিতিতে সার্চ কমিটির কাছে নাম নির্বাচন কশিশনে বিষয়ে নাম দেওয়া হবে না কি-না, সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামেই সিদ্ধান্ত হবে।