ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

মিরপুরে চলন্তিকা বস্তির আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪ এএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৮:২৬ এএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার।

তিনি জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ই-ব্লকের ওই বস্তিতে ভোর ৪টা ১১ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫ ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ৪৫ মিনিটে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

এসএ/