ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

গোপালগঞ্জে ১০ হাজার স্কাউটের মিলন মেলা

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০৩:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার

এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে দেশের প্রত্যন্ত জনপদ- সব মিলিয়ে দশ হাজার স্কাউটের মিলন মেলা বসেছে বঙ্গবন্ধু’র  বাড়ি গোপালগঞ্জের মানিকদাহে। আয়োজকরা জানান, দেশের কিশোর-তরুণদের স্বাবলম্বী ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ। অন্যদিকে অংশ নেয়া তরুণ-তরুণীরা জানান, ব্যস্ত কায়িক পরিশ্রম ও বুদ্ধির মিশেলে একের পর এক চ্যালেঞ্জ উতরে এগিয়ে চলা শেখেন তারা। দূর্যোগ প্রবণ নদীমাতৃক বাংলাদেশে বিপর্যস্ত মানুষের পাশে থাকতেই চলছে সাঁতারের বিভিন্ন ড্রিল। একইসঙ্গে পানির ভয় কাটাতে মধুমতির বুকে নানান খেলায় মেতেছে দুরন্ত কিশোররা। নেতৃত্ব গড়ে তুলতে এখানে চলছে যুক্তিতর্কের ঝনঝনানি। বঙ্গবন্ধু এরিনায় শতো তাঁবুতে হাজার দশেক তরুণ-তরুণী নিচ্ছে স্বাবলম্বী হওয়ার দীক্ষা। পিছিয়ে নেই নারীরাও; আত্মবিশ্বাস আরেকটু ঝালিয়ে নিতে নিরন্তর পরিশ্রম তাদের- জানালেন প্যারেড কমান্ডার আনিতা চাকমা। সুদূর নেপাল থেকে আসা স্কাউটদের মুখে বাংলাদেশি আতিথেয়তার মুগ্ধতা। যেকোনো দূর্যোগে পাশে থাকা স্কাউটকে সারা দেশে আরো সক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান স্কাউটের জাতীয় কমিশনার। নিজেকে গুছিয়ে রাখার পাশাপাশি নিরন্তর বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত একাদশ এ জাতীয় সম্মিলনের হাজারো তরুণ-তরুণী।