ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

এনবিআরের রাজস্ব আদায় ২০ শতাংশ বেশি

প্রকাশিত : ১১:২৮ এএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১১:২৮ এএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার

অর্থবছরের প্রথম ছয়মাসে আগের বছরের একই সময়ের তুলনায় এনবিআরের রাজস্ব আদায় ২০ শতাংশ বেশি হলেও লক্ষ্যের চেয়ে বেশ কম। সরকারের আয়বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখলেও অর্থনীতিবিদরা পর্যাপ্ত মনে করছেন না। বছরশেষে ৩৫ শতাংশ বেশি আয়ের লক্ষ্য অর্জনে অর্থনীতিবিদদের অনাস্থার মাঝেই এনবিআর বলছে, আয় বাড়াতে তারা এখন ইউনিয়ন পরিষদকে কাজে লাগাচ্ছে। চলতি অর্থবছরের বাজেটটি সপ্তম পঞ্চমবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয়। সেই পরিকল্পনার সঙ্গে মিল রেখেই এনবিআরের আয় ৩৫ শতাংশ বেশী, ২ লাখ কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করে দেয়া হয়। আর সেই লক্ষ্যের পথ ধরেই এনবিআর অর্থবছরের ছয়মাস পর জানায়, আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২০ শতাংশ। একে ইতিবাচক হিসেবে দেখলেও লক্ষ্যের চেয়ে ১৫ শতাংশ পিছিয়ে থাকা নিয়েই আক্ষেপ অর্থনীতিবিদদের। আয় বাড়াতে যখন অর্থনীতিবিদরা উপজেলা পর্যায়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন, তখন এনবিআর বলছে, তারা ইউনিয়ন পর্যায়েও পৌঁছে গেছেন। কিন্তু সেই সামর্থ্য কি এনবিআরের আছে? তবে রাজস্ব বাড়াতে করব্যবস্থার সংস্কার এবং জিডিপি-রাজস্বের অনুপাত বৃদ্ধির পরামর্শ অর্থনীতিবিদদের। আগের অর্থবছরের তুলনায় ৩৫ শতাংশ রাজস্ব বাড়ার লক্ষ্য পূরণ হবে কিনা সেই প্রশ্নের সরাসরি উত্তরে না দিলেও এনবিআর ঘটা করেই ঘোষণা দিয়েছে, এবার রেকর্ড রাজস্ব আসবে।