ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

বিএনপি চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক: আইনমন্ত্রী 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইভিএম নিয়ে যে কথা বলেছেন তা তার মনগড়া কথা, এটা তাদের অভ্যাস। তারা চায় না দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক। 

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা ভোট চুরির যে রাজত্ব শুরু করেছিলেন সেটা থেকে বেরিয়ে আসার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে। এখন সারা বিশ্বের বিভিন্ন দেশে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। সহজভাবে ভোট দেওয়ার জন্যই  ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ তাদের ভোট যেন সহজভাবে প্রয়োগ করতে পারে, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তিতে যেন আমাদের নির্বাচন হয় সে জন্যই নির্বাচনে ইভিএমে ব্যবহার করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।

এআই/