দেশে কমছে শিশু শ্রমিকের সংখ্যা
প্রকাশিত : ১১:২৭ এএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ১১:২৭ এএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার
মাথাপিছু আয় ও জীবনমানের উন্নতির সাথে সাথে দেশে কমছে শিশু শ্রমিকের সংখ্যা। তবে, এখনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে অনেক শিশু। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, প্রায় ১৩ লাখ শিশু বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এদিকে, ২০২১ সালের মধ্যে শিশুশ্রম বন্ধে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের কথা জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
পারভেজ বয়স ১০ বছরের কাছাকাছি। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে হিউম্যান হলারের হেলপার হতে হয়েছে তাকে।
ঝুঁকিপূর্ণ কাজ কি, পারভেজ তা না জানলেও, সে ঠিকই জানে, তার আয়ে দু’মুঠো ভাতের ব্যবস্থা হবে পরিবারের অন্যদের। তাই সকাল থেকে রাত অবধি হিউম্যান হলারের সঙ্গে ছুটে চলে সে। শুধু পারভেজই নয়, তার মতো অনেকেই বাধ্য হয়ে কাজ করছে এমন ঝুঁকিপূর্ণ পেশায়।
মোটর মেকানিক, লেদ মেশিন, ওয়েল্ডিং কারখানাসহ ঝুঁকিপূর্ণ আরো অনেক কাজেই নিয়োজিত শিশুরা। শুধু টিকে থাকার তাগিদে, শৈশব- কৈশোরের সব দুরন্তপনা ভুলে তাদের মনোযোগী হতে হয়েছে এমন কাজে।
তবে, রাষ্ট্রীয় উদ্যোগ, আইনের বাস্তবায়ন আর সব পর্যায়ে মানবিকতার বিকাশ হলে শিশু শ্রম বন্ধ করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসনে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ’জন্য আরো উদ্যোগ নেয়ার কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
শিশুর নিরাপদ জীবনের অধিকার ফিরিয়ে দিতে এগিয়ে আসতে হবে সবাইকে।