ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

`জিয়ার ভূমিকায় স্বাধীনতাবিরোধী রুপ উম্মোচন হয়েছে`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানের  মুক্তিযুদ্ধ পরবর্তী  ভূমিকায় তার স্বাধীনতাবিরোধী আসল রুপ উম্মোচন হয়েছে।   

আজ (শুক্রবার) বিকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে  দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প হতে প্রায় ২ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স নির্মাণ করা হয়। একই স্থান হতে তিনি প্রায়  ২ কোটি ৬১ টাকা ব্যয়ে নির্মিত  বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও উদ্বোধন করেন।

মন্ত্রী  বলেন, জিয়াউর রহমান কখনোই মুক্তিযুদ্ধের  চেতনার সঙ্গে থাকেননি। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিভিন্ন দেশে বড় বড় পদে অধিষ্ঠিত করেছিলেন। একটা গরুচোর মারলেও তার হত্যার বিচার হয়। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ  করেছিলেন। জিয়া নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ  দেন। তিনি স্বাধীনতাবিরোধী শাহ আজিজ, আবদুল আলিমসহ রাজাকারদের মন্ত্রী করেছিলেন। এতে বুঝতে হবে তিনি (জিয়া) কোন পক্ষে ছিলেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম জানে না পাকিস্তানি হানাদাররা এ দেশের মানুষের ওপর কী নির্যাতন করেছিল। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পুরোপুরি তথ্য নেই। তাই এতে শুধু মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা লিপিবদ্ধ নয়, পাকিস্তানি হানাদার ও তাদের দোসর রাজাকারদের কথাও লেখা হবে। তাহলে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে কার কেমন ভূমিকা ছিল।

মন্ত্রী এসময় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট-৩ আসনের  সংসদ সদস্য মাহমুদ উস সামাদ  চৌধুরীসহ স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরকে//