ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

৩৩৮ ফুট দানব আকৃতির পিৎজা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

বিশ্বের জনপ্রিয় মুখরোচক খাবারের মধ্যে অন্যতম পিৎজা। মজদার এই খাবারটি ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে বহু আগেই। সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতে অস্ট্রেলিয়ায় ৩৩৮ ফুটের দানব আকৃতির একটি পিৎজা বানিয়ে সবাইকে তাক লাগিয়েছে সিডনি শহরে একটি রেস্তোরাঁর মালিক!

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা জন্য পিয়েরে ও রোজমেরি এই দুই ভাইবোনোর ‘পেলোগ্রিন্নি’ নামের রেস্তোরাঁর হেঁসেলে বিশাল আকৃতির পিৎজাটি বানানো হয়। পরে কর্তৃপক্ষ পেলেগ্রিন্নি ইনস্টাগ্রামে সেই পিৎজার ছবি শেয়ার করে। 

মালিক রোজমেরি জানান, বিশালাকার পিৎজাটি মজ্জারেল্লা, টমেটো সস, বাসিল লিফ দিয়ে গারনিশ করা। অলিভ অয়েলে এ পিৎজাটি বানাতে প্রায় চার ঘণ্টা সময় ও ৯০ কেজি ময়দা লেগেছে। পরে পিৎজাটি চার হাজার খণ্ডে ভাগ করে ভোজনরসিক মানুষের মুখে তুলে দেওয়া হয়েছে।

পেলেগ্রিন্নি রেস্তোরাঁর কর্ণধার পিয়ের মৈও সিএনএনকে বলেন, হয়তো আমাদের পিৎজা বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু দুস্থদের অর্থ সাহায্য করতে এটি বানানো হয়েছে।

জানা গেছে, পিৎজার স্বাদ নিতে উপস্থিত সবাই দাবানালে আক্রান্তদের সাহায্যে কমবেশি অনুদান দিয়েছে।

এএইচ/