বিশেষ আদালতে হাজির হয়েছেন খালেদা জিয়া
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার | আপডেট: ০২:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭ সোমবার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
পুরান ঢাকার বকশি বাজারে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে হাজিরা দিতে কড়া নিরাপত্তার মধ্যে সোয়া ১১টার দিকে আদালতে পৌঁছান তিনি। শুরুতেই এই মামলার পনুঃতদন্ত দাবি করে আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। আদালতে চলছে বাদী ও আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। আদালদ পুনতদন্তের আবেদন গ্রহণ না করলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান খালেদা জিয়ার আইনজীবী। এর আগে ২৬ জানুয়ারি এই মামলার আরও দুজনের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়।